নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে একত্রে রেস করছিলেন। পথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। গুরুতর আহত আরেক বন্ধু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের বক্করের ছেলে আরিফ হোসেন (২২) ও পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিত পালের ছেলে স্বাধীন পাল (১৭)। এছাড়া মৈশালা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শাওন রহমান (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনাঃ দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত
সংবাদের সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, রোববার রাত সাড়ে দশটার দিকে দুই বন্ধুর দুটি মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে বের হয়। পাংশা থেকে কালুখালীর দিকে যাওয়ার পথে তারা একে অপরকে পাল্লা দিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত শাওনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর বন্ধুর তেমন কিছু হয়নি।
হাইওয়ে থানার ওসি আরও জানান, চার বন্ধুর কারো মাথায় হেলমেট ছিল না। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রোববার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা এলাকায় স্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় মতিয়ার রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় গুরুতর আহত হন তাঁর স্ত্রী রিক্তা বেগম। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন ভটভটিতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানায়। চিকিৎসাধীন আছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।