নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজবাড়ীতে পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে রাজবাড়ী জেলা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এর আগে দুপুরের দিকে জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে স্ব স্ব দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। পরে বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচীব অ্যাডভোকেট কামরুল আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে বিকেলে গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। নানা রঙের সাজে সহস্রাধিক দলীয় নেতকার্মী শোভাযাত্রায় অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক গাজী আবুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানসহ সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আয়োজিত কয়েক হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।
উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম ম-ল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।