March 25, 2023, 4:41 pm
শিরোনামঃ
গোয়ালন্দে শ্রমিকদের মাঝে মোস্তফা মেটালের ইফতার সামগ্রী উপহার গোয়ালন্দে অটোরিক্সায় বহনকালে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী রানার আপ হওয়ায় সংবর্ধনা পাংশায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু গোয়ালন্দে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাশরাফি ফ্যান্স ক্লাব গোয়ালন্দে যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরন অনুষ্ঠিত রাজবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির পরিচিত সভা

দৌলতদিয়া যৌনপল্লির জন্য ৫৪টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২১, ২০২০
  • 147 Time View
শেয়ার করুনঃ

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঝুকি এড়াতে দেশের বৃহৎ রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লিতে শুক্রবার বিকেল থেকে ২০ দিনের জন্য যাতায়াত নিষিদ্ধ করেছে পুলিশ। এই কয়েকদিন যাতে তারা ভালোভাবে চলতে পারে এ জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫৪ টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিন পল্লিতে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আসা যাওয়া করতো। কে কোত্থেকে আসছে, কার কাছে থাকছে সঠিক তদারকি না থাকায় অনেকেই ঝুকিপূর্ণ মনে করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে জানান, সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়মিত যৌনকর্মী ও তাদের মাসিসহ ১ হাজার ৭৫৬ জনের তালিকা পাওয়া গেছে। এ ছাড়া আরো কিছু প্রবীন ব্যক্তি সেখানে বসবাস করেন। ১ হাজার ৮০০ জনের একটি তালিকা তৈরী করা হয়েছে। ওই তালিকা মোতাবেক জেলা প্রশাসক দিলসাদ বেগমের মাধ্যমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে প্রত্যেকের জন্য ৩০ কেজি করে চাউল ও নগদ দুই হাজার করে টাকার আবেদন জানানো হয়েছে। আবেদন মতে ৫৪ টন চাউল ও নগদ ৩৬ লাখ টাকা বরাদ্দ পাস হয়েছে। আশা করি আগামী সোমবার নাগাদ হাতে পেলে বুধবার তাদের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে। সারা বিশে^ করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়ে চলায় যৌনপল্লিতে মানুষের আসা যাওয়া কিছুটা কমেছে। কিন্তু তাদের মাঝে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতির মধ্যেও প্রতিদিন অসংখ্য মানুষ পল্লিতে আসা যাওয়া করতো।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বলেন, দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। এতে সংক্রমণ ঝুকির মারাত্মক আকার ধারণ করতে পারে। আশঙ্কার জায়গা থেকে ২০ দিনের জন্য শুক্রবার বিকেল থেকে পল্লিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যাতে এ কয়েক দিন নিজ ঘরে থেকে চলতে পারে তার জন্য কর্তৃপক্ষের কাছে চাউল ও নগদ টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102