
নীতিগতভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। এইচএসসি পরীক্ষা পেছানোর প্রস্তাব আগামীকাল আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। শনিবার (২১ মার্চ) সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।