ইমরান মনিম, রাজবাড়ীঃ “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “জেলা ২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে শুরু হয়ে সোমবার সকাল ১১টা পর্যন্ত রাজবাড়ী সরকারি বালিকা বিদ্যালয়, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সীমানা প্রাচীর চত্বরে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে বাছাইকৃত ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা জুলাই অভ্যত্থানের বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন তুলে ধরে।
রাজবাড়ী জেলা প্রশাসনের এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিচারকমণ্ডলী প্রতিযোগীদের আঁকা চিত্রকর্ম মূল্যায়ন করেন।পরে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হবে।আগামী ২৩ জুলাই জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে ঢাকায় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।