মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন পর্যায়ে ১০০জন রিক্সাচালক, শ্রমিক, খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বুধবার এবং আগের দিন মঙ্গলবার বিকেলে ঘুরে ঘুরে এসব রেইনকোট বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।
ইউএনও মো. নাহিদুর রহমান রাজবাড়ীমেইলকে জানান, এখন বর্ষা মৌসুম চলছে। এই মৌসুমে প্রতিনিয়ত বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে অসহায় রিক্সাচালক, খেটে খাওয়া মানুষের কাজ করতে অনেক দুর্ভোগে পড়তে হয়। এসব খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে আজ বুধবার ৫০ জন দিনমজুর ও খেটে মানুষের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
এছাড়া আগের দিন মঙ্গলবার বিকেলে দৌলতদিয়ার ১ নম্বর ফেরি ঘাট চত্বরে ঘাট এলাকার রিক্সাচালক ও খেটে খাওয়া অসহায় আরো ৫০ জন শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় ইউএনও হিসেবে মো. নাহিদুর রহমান ছাড়াও গোয়ালন্দ উপজেলার এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল প্রমূখ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।