নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গেয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ভোলার লাল মোহন উপজেলার পশ্চিম চরমেদ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালে টিলা গ্রামের মো. জাফর এর ছেলে মো. সুমন (২২) ও বরিশালের উজিরপুর থানার গাজির পাড়া গ্রামের বাবুল বেপারীর ছেলে শুভ বেপারী (২৮)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত বাংলাদেশ হ্যাচারীজের সামনে কয়েকজন অপরিচিত যুবক অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়ার পর পুলিশের একটি দল তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই মধ্যরাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি গেয়ার চাকুও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শনিবার মহাসড়কে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের শেষে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।