নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে ২১ পুরিয়া হেরোইনসহ জয়নাল ফকির এবং ৩০ পুরিয়া হেরোইনসহ মজনুল মোল্লাকে গ্রেপ্তার করে। এর মধ্যে জয়নাল ফকির হলো গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়ার সাহেব আলীর ছেলে ও মজনু মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্প এলাকার হবি মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার চেয়ারম্যানের গলির আরিফুল ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পিছনের একটি গলি থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. রুস্তুম আলী ও এসআই মো. আব্বাস উদ্দিন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে আজ বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।