মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে ৫২ পুরিয়া এবং দৌলতদিয়া বাজার এলাকা হতে ২০ পুরিয়া হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫২ পুড়িয়া সহ মানিকগঞ্জের শিবালয় থানার কলাগাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. শিমুল আহম্মেদ (২৯) এবং অপর আরেক ব্যক্তি হলেন ২০ পুড়িয়া সহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত আকবর শিকদারের ছেলে আলমাছ শিকদার (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার দুপুর ১২ টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইন সহ আলমাছ শিকদারকে গ্রেপ্তার করে। তার আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে শিমুল আহম্মেদকে ৫২ পুরিয়া সহ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরের দিকে রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।