নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন 'হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন'। বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার বাছাইকৃত ৮'শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সুলতান হোসেন।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, ফাউন্ডেশনের উপদেষ্টা সেলিম শেখ প্রমূখ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত ৮'শ নারী-পুরুষ নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেওয়া হলো।
ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবকের আন্তরিক প্রচেষ্টায় এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে এসব মালামাল বিতরণ করছেন। এর আগে রোজার মধ্যে সাহরী ও ইফতারিতে যাতে কষ্ট না হয় সে জন্য একইভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল কয়েকশ পরিবারকে।
ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের কাজটি অত্যন্ত মহতি। আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের মতো অন্যান্য সামর্থ্যবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।