মইন মৃধা, রাজবাড়ীঃ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, রাজবাড়ী-১ আসনে বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. আসলাম মিয়া বলেছেন, বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর আমি নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। দূর্দিনে কর্মীদের যথাসাধ্য আগলে রেখেছিলাম। আগামিতেও সাধারণ জনগন ও দলের নেতাকর্মীদের সাথে থাকতে চাই। এ ক্ষেত্রে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহানুভূতি ও আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।
শনিবার (২২ মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ৪ টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া, রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী প্রমুখ।
মোনাজাতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।