
করোনাভাইরাসের মৃত্যুর রেকর্ড করেছে ইতালি। মৃত্যুর দিক থেকে এখন চিনকেও ছাড়িয়ে গেছে। ইটালিয়ান নাগরিক সুরক্ষা সংস্থা এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, বৃহস্পতিবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪১,০৩৫ এ উন্নীত হয়েছে, যার মধ্যে ৫,৩২২ জন নতুন রোগী।
ইতালিতে মৃত্যুর সংখ্যা ৩৪০৫ জন পৌঁছেছে। ইতালি COVID-19 প্রাদুর্ভাবের সবচেয়ে মারাত্মক কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনে মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়ে ৩,২৪২ জন।
গতকাল ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণে বুধবার (১৮ মার্চ) মারা গেছে আরও ৪৭৫ জন। অনেক দেশ এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। ইতালিসহ অনেক দেশে অবরুদ্ধ হয়ে আছে। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এ দিকে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন। এ ছাড়া স্বেচ্ছা কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।