ইমরান মনিম, রাজবাড়ীঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর রাজবাড়ী জেলা সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য অ্যাড. দেবাহুতি চক্রবর্তী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন। আলোচনা সভা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত দুস্থ্য মহিলাদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক।
এদিকে জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, গোয়ালন্দ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মো. রেজাউল করিম, সাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম প্রমূখ।
এ সময় নারীর অধিকার, সুরক্ষা, ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। বিশেষ করে সমাজের অবহেলিত নিপীড়িত নারী সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণি পেশার মানুষের এগিয়ে আসা উচিত বলে মনে করেন আলোচকরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।