নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে এসে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি মাদারাসায় পড়াশুনা করে। পুলিশ অভিযুক্ত ব্যক্তি জহুরুল ইসলাম মোল্লা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরের ওই ব্যক্তিকে পুলিশ রাজবাড়ীর আদালতে পাঠালে আদালতে তাকে কারাগারে পাঠায়।
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে শিশুটির নানি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ধর্ষণচেস্টার অভিযোগে মামলা (নং-৪) দায়ের করেন। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
শিশুটির নানি মামলার অভিযোগে বলেন, মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী তার নাতি পরিবারের সঙ্গে উপজেলার বেতেঙ্গা বাজার এলাকায় থাকে। গত ২৭ ফেব্রুয়ারি মায়ের সাথে উপজেলার নলিয়া জামালপুর নানাবাড়ি বেড়াতে আসে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশের একটি মাঠে ঘোরা ফেরা করছিল। এসময় প্রতিবেশী জহুরুল ইসলাম মোল্লা তার নাতনিকে কোল পাজা করে কাঁধে তুলে পাশের একটি ঘাসের মাঠের মধ্যে নিয়ে যায়। এ সময় সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসায় শিশুটি রক্ষা পায়। পরে জহুরুল ইসলাম মোল্লা পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চাকুরির সুবাদে বাবা যশোর থাকায় শিশুটি মায়ের কাছে থাকতো। গত ২৭ ফেব্রুয়ারি নানা বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটিকে একা পেয়ে নানা বাড়ির প্রতিবেশি জহুরুল ইসলাম মোল্লা শিশুটিকে কোল পাজা করে গামছা দিয়ে মুখ বেধে পাশের একটি ঘাস বাগানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিশুটিকে রেখে জহুরুল পালিয়ে যায়।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শিশুটির নানি বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে সাড়ে তিনটার দিকে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে উদ্ধার করে আজ শনিবার দুপুরে ডাক্তারি পরীক্ষা করতে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।