নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও চারটি গ্রেনেড সদৃশ্য বস্তুসহ এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মুদি ব্যবসায়ীর নাম শামসুল আলম বিশ্বাস। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়ার সাদেক আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারকালে গ্রেপ্তার করে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বিশ্বাস পাড়া গ্রামে অভিযান চালায়। তাঁদের কাজে থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। এ সময় গ্রামের মুদি খানা ব্যবসায়ী শামসুল আলম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো মতো রান্না ঘরের ভিতর থেকে একটি ওয়ান শুটার গান ও চারটি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। গ্রেনেডের বিষয়টি এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। এসময় বাড়ি মালিক শামসুল আলম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শামসুল আলম বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করেছে। পুলিশ শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠায়। এসময় বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।