ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পর্ব শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলার সহকারী শিক্ষা অফিসার সামসুন্নাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তামান্না করিম সেবা, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম মেজবাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মল্লিকা হালদার।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।