নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে শবে বরাতের মিলাদের মিষ্টি খেয়ে ১৪জন মসুল্লি অসুস্থ্য হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় মসুল্লিরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার জামে মসজিদের মিলাদ মাহফিল শেষে তবারক হিসেবে মিষ্টি খেয়ে তারা সকলে অসুস্থ্য হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক (৭০) ও জিল্লু শেখ (৪৫) নামের স্থানীয় আরেক মসুল্লিকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন মসুল্লিরা হলেন, উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা ও ওই মসজিদের মোয়াজ্জিন মোজাম্মেল শেখ (৬৫), একই গ্রামের মৃত শফিজ উদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২), মিন্টু শেখ (৩৫), সালাউদ্দিন শেখের ছেলে শিহাব শেখ (১৮), মাসুম শেখের ছেলে সোহান শেখ (১৭), আনোয়ার মন্ডলের ছেলে রিমন মন্ডল (১৭), এলেম শেখের ছেলে মিনার শেখ (২২) ও আলী শেখের ছেলে মো. সোহান (১৮)।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহরপুর গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে বনি আমিন (৩০), একই গ্রামের রাজু শেখের ছেলে মাহিম শেখ (১৬), রাজ্জাক শেখের ছেলে মোরসালিন শেখ (২২) ও মোস্তাফিজুর রহমান (৮)। এছাড়া সুমন শেখ (২৪) ও মো. মিশু (৭) নামের আরো তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন বলেন, মিলাদ মাহফিল উপলক্ষে অনেকে মসজিদে জিলাপিসহ মিষ্টি নিয়ে আসেন। মিলাদ শেষে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক এক প্যাকেট চমচম দেন। একটি চমচমের অর্ধেকটা খাওয়ার সাথে মাথা ঘুরতে থাকে। তেমন কিছু মনে না করে পুরো মিষ্টি খেয়ে ফেলি। এসময় আমার মতো অনেকে মিষ্টি খান। মিষ্টি খাওয়ার ৩-৪মিনিট পরই আমার মাথা ঘুরতে থাকে এবং আমি মসজিদের ভিতর পড়ে যাই।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শুক্রবার রাত ১১টার পর থেকে ১টা পর্যন্ত বিভিন্ন সময় একে একে ১২জন অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আসেন। এরমধ্যে শিশুসহ ৪জনকে রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আননোন পয়জনিং হিসেবে রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের ভাষ্যমতে মিষ্টি খাওয়ার পরই প্রত্যেকের মাথা ঘুরে অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মিষ্টির ভিতর এমন কিছু ছিল যা তাদের ব্রেনের ওপর সরাসরি কাজ করেছে। এখন অনেকটা সুস্থ্য ও স্বাভাবিক আছেন। আমরা মিষ্টি সংগ্রহ করতে অনুরোধ করেছি। রোববার মিষ্টি সংরক্ষণ করে ঢাকায় পরীক্ষা করাতে পাঠাবো।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, যশোরের রিদয় নামের এক যুবকের সাথে আটককৃত জিল্লুর পরিচয় রয়েছে। ওই সূত্র ধরে শুক্রবার রাতে এক প্যাকেট মিষ্টি ও ১০০টাকা খালেকের কাছে দিয়ে দোয়া চেয়ে চলে যান। এরপর ওই মিষ্টি খেয়ে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ছোট-বড় ১৪জন জন মসুল্লি অসুস্থ্য হয়ে পড়েন। এ ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক ও জিল্লু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।