নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে আটকা প্রায় ৪২ কেজি ওজনের এক মহাবিপন্ন বাগাড় বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়। সোমবার সকালে বাগাড়টি মানকিগঞ্জের হরিরামপুরের জেলের জালে ধরা পড়লে দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বিক্রি হয়। মহাবিপন্ন প্রাণী হিসেবে বাগাড় মাছ শিকার এবং বিক্রি নিষিদ্ধ হলেও রাজবাড়ীতে প্রায় এ ধরনের বাগাড় নিলামে বিক্রি হচ্ছে।
স্থানীয় জেলেরা জানান, শুষ্ক মৌসুম হওয়ায় পদ্মা ও যমুনা নদীর পানি কমে অনেকটা নালায় পরিণত হয়েছে। নদীর গভীর পানি যেখানে আটকা সে সমস্ত স্থানে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। প্রতিদিনের মতো সোমবার সকালে রাজবাড়ী ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা দুই জেলার সীমান্তবর্তী পদ্মা নদীতে বিভিন্ন ধরনের জাল ফেলেন। কিছুক্ষণ পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক জেলের ফাসন জালে ঝাকুনি দিলে প্রথমে চমকে উঠেন। সকাল ৮টার দিকে জাল নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের এক বাগাড়। বাগাড়টি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বাগাড়টি কিনেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, হরিরামপুর উপজেলার এক জেলের জালে বিশাল এক বাগাড় পাওয়ার খবর জানতে পারি। বাগাড়টি তাঁকে দৌলতদিয়া ঘাটে আনতে বলা হয়। এসময় ওজন দিয়ে দেখতে পাই বাগাড়টি প্রায় ৪১ কেজি ৬০০ গ্রাম হয়েছে। সরাসরি দরদাম করে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় কিনে বাগাড়টি ফেরিঘাট পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখি। বিভিন্ন পরিচিত ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। দুপুর ১টার দিকে সিলেট অঞ্চলের এক ব্যক্তির কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করি। এই বছর এতবড় বাগাড় প্রথমবারের মতো পাওয়া গেছে।
এর আগে গত বছর ১ ডিসম্বের তিনি প্রায় ৫২ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল মহাবিপন্ন প্রাণি বাগাড় মাছ দৌলতদিয়ার পদ্মা নদীর কলার বাগান এলাকায় পাবনা অঞ্চলের জেলেদের জালে ধরা পড়ে। ওই বাগাড়টিও শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৮০০ টাকায় কিনেন। পরে টাঙ্গাইলের এক বড় ব্যবসায়ীর কাছে ৭৩ হাজার টাকায় বিক্রি করেন। বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। শিকার, নিধন বা প্রকাশ্যে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের বাগাড় মাছ মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ছে। এবং তা প্রকাশ্যে নিলামে বিক্রি হচ্ছে।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মা ও যমনা নদীতে জেলেরা অন্যান্য মাছের সঙ্গে বাগাড় মাছও শিকার করছেন। আবার এসব বাগাড় বাজারে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি হচ্ছে। মহাবিপন্ন প্রাণী হওয়া সত্ত্বেও বাগাড় যদি প্রকাশ্যে শিকার এবং বিক্রি হতে পারে তাহলে আমাদের কিনতে বা কিনে বিক্রি করতে অপরাধ কিসের।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার করা, ধরা ও বিক্রি আইনত দ-নীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে। ইলিশ, পাঙাশ, রুই, কাতলা মাছের সঙ্গে পদ্মা ও যমুনা নদীতে কোনো বাধা ছাড়াই জেলেরা শিকার করছেন মহাবিপন্ন প্রাণী এই বাগাড়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।