মইন মৃধা, গোযালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল বনাম দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দল একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ৩-০ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।
প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। পরবর্তীতে ৪ ইউনিয়ন ও পৌরসভার দলগুলোর মধ্য থেকে বাছাই করে একটি শক্তিশালী দল জেলায় অংশ নিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলার সাবেক ফুটবলার সহিদুল ইসলাম বাবলুসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।