
গত বুধবার বিকালের দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ঠাকুরপাড়া গ্রামে গাছ থেকে পড়ে জয়ন্ত বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জয়ন্ত বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জগদীশ বিশ্বাসের ছেলে।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন আলী জানান, বিকালের দিকে জয়ন্ত তার বাড়ীর পাশে একটি জিকা গাছ কাটতে গেলে গাছ পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে নিহতের লাশটি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন সাপেক্ষে বিনা ময়না তদন্তের জন্য লাশটি সৎকারের চেষ্টা করা হচ্ছে।