প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
খানখানাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল সহ গ্রেপ্তার ১
মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ডিবির চেকপোস্টে ২৯ বোতল ফেনসিডিল সহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা হলো, যশোর জেলার যশোর থানার বিরামপুর এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে জেলা ডিবির এসআই রফিকুল ইসলাম লিটন সঙ্গীয়ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুরে হযরত এর চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে এ কে ট্রাভেলস যাত্রীবাস থেকে যাত্রীবেশে ২৯ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এস আই রফিকুল ইসলাম লিটন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন । উক্ত আসামীর বিরুদ্ধে অত্র মামলা ব্যতীত আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।