ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতিদয়া ঘাটগামী ‘বাইগার’ নামক কেটাইপ (মাঝারী) ফেরি থেকে অজ্ঞাত এক নারী যাত্রী পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ওই নারী যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, সোমবার সকাল সোয়া দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পড়া এক নারী আকষ্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেয়। তার পড়নে বোরকা পড়া ও মাথায় সাদা রঙের স্কাপ পরিহিত ছিল। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষনিকভাবে তার নিজের লালন পরিবহনে খোঁজ নিয়ে দেখেন ওই পরিবহনের যাত্রী না। অন্য কোন পরিবহনের যাত্রী বা কিভাবে ফেরিতে উঠেছে তা তিনি বলতে পারেন না। ফেরিটি পৌনে এগারটার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন সন্ধান পায়নি।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ইমরান মাহমুদ তুহিন বলেন, এ ধরনের খবর শুনে আমাদের নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজ খবর নিচ্ছে। এখন পর্যম্ত নিখোঁজ নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।