ইমরান মনিম, রাজবাড়ীঃ বিতর্কিত সাদপন্থীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং রাজবাড়ী মার্কাজ সহ জেলার সকল মসজিদে সাদপন্থীদের নিষিদ্ধে দাবীতে সংবাদ সম্মেলন করেছে ওলামা মাশায়েখ তৌহিদী জনতা। সংবাদ সম্মেলনে সাদপন্থীরা বিতর্কিত চরমপন্থী, সন্ত্রাসী ও খুনি দল হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকালে রাজবাড়ী জেলা ওলামা মাশায়েখ তৌহিদী জনতার ব্যানারে জেলা শহরের ভাজনচালা দারুল উলুম দাওরায়ে হাদিস মাদ্রাসা গ্রন্থাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও জেলা কওমী মাদ্রাসা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ এবং ২০২৪ সালে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে নৃঃশংস হত্যাকান্ড সহ সাদপন্থীদের সন্ত্রাসী হামলা সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সন্ত্রাসী সাদপন্থীদের সারাদেশে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। এছাড়া রাজবাড়ী জেলা মারকাজ সহ জেলার সকল মসজিদে সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবী জানানো হয়। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচারের জোর দাবী জানান। এছাড়া আগামী ২৫ জানুয়ারী, শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে কেন্দ্রীয়ভাবে উলামা সম্মেলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মোবারক হোসেন, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা মুফতি আব্দুল গাফ্ফার, মুফতি আব্দুল্লাহ মুসা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।