নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থা পুলিশ খরিদ্দার সেজে চিহিৃত মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পালিয়ে যাওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুলিভর্তি তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেদেনডাঙ্গা স¤্রাট নগর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। মাদক ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসেন (৩০)। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহাজান মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সাদ্দাম হোসেন একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। খরিদ্দার সেজে পুলিশের একটি দল সাদ্দামের সাথে ৫০০পিস ইয়াবাবড়ি ক্রয়ের চুক্তি করে। কথামতো বুধবার সন্ধ্যার পর থেকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া গোধুলি পার্কের সামনে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধের ওপর অবস্থান করে। রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল করে সাদ্দাম নিজেই ইয়াবা সরবরাহ করতে আসেন। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল করিম, এসআই জুয়েল মিয়া, এসআই সেলিম মোল্লা সহ সঙ্গীয় পুলিশের উপস্থিতি টের পায়। বুঝতে পেরে সে দ্রুত মোটরসাইকেল নিয়ে রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া হয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বেদেনডাঙ্গা স¤্রাট নগর বাজারের দিকে যায়। পুলিশ তার পিছু নিয়ে পৌছানোর আগেই স¤্রাট নগর বাজারে তার ড্রেজার পাইপের গোডাউনে দ্রুত মোটরসাইকেল রেখে সাদ্দাম পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে না পেয়ে গোডাউনে তল্লাশি চালায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গোডাউনে বিশেষ একটি পলিথিন ব্যাগে রাখা তিনটি স্বয়ংক্রিয়ং বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও তিনটি ফাঁকা (খালি) ম্যাগজিন উদ্ধার করে। যার মধ্যে ছিল দুটি আমেরিকার তৈরী এবং একটি ইটালির তৈরী নাইন এমএম পিস্তল।
পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, মাদক ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে ধরতে না পারলেও পুলিশ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান গোডাউন থেকে তিনটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, ৭রাউন্ড গুলি ও তিনটি খালি ম্যাগজিন উদ্ধার করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে আসামি করে বুধবার রাতেই গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় দ্য আর্মস অ্যাক্টস ১৯৭৮ এর ১৯ এ(এফ) ধারায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।