মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে শতাধিক অসহায় ও দুস্হ্য প্রতিবন্ধীর মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে কম্বল বিতরণের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিবন্ধীদের হাতে এ কম্বলগুলো তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান।
এ সময় আরো উপস্হিত উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, সংগঠনের সভাপতি রতন শেখ প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।