ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে একটি ওয়ান শ্যুটারগান, তিনটি কার্তুজ ও ৫০ পিচ ইয়াবাবড়ি সহ মাদক রুশনী খাতুন (৩২) নামের এক গৃহবধুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রুশনী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মাসুদ রানার স্ত্রী।
সোমবার দিবাগত গত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল রুশনী ও মাসুদ দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় রুশনী তার নিজ বসত বাড়ির শয়ন কক্ষ থেকে তার দেখানো ঘরের মেঝে মাটির নিচ থেকে তোয়ালে মেড়ানো প্লাষ্টিকের বস্তা থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিনটি কার্তুজ ও ৫০ পিচ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলুশের উপপরিদর্শক (এস আই) মো. আতাউর রহমান ও তার ছয়জন সঙ্গীয় পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এসময় পুলিশ অস্ত্র ও মাদক সহ রুশনী খাতুনকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবী, রুশনী খাতুন ও তার স্বামী মাসুদ রানার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রুশনী খাতুনের নামে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, রুশনী খাতুন একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে বেশ কিছুূদিন ধরে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত রুশনীর দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ ঘরের মাটির মেঝে থেকে তোয়ালে মোড়ানো প্লাষ্টিকের বস্তায় পেঁচানো একটি ওয়ান শ্যুটারগান, তিনটি কার্তুজ ও ৫০ পিচ ইয়াবাবড়ি উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরো জানান, রুশনীর বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আজ রাজবাড়ী সদর থানায় একটি অস্ত্র ও একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের সহ দুটি মামলা দায়ের করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।