নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুর শহরের শিশু শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্টান সানরাইজ ট্রেন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রথখোলায় এলাকার নিজেস্ব ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সানরাইজ ট্রেন স্কুলের শুভ উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: কবিরুল ইসলাম সিদ্দিকী।
সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক অপরেশরায় অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সহ-সভাপতি সন্জিব দাস, প্রচার এ প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু ও আনন্দ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের ঝিলটুলি বালক ও বালিকা শাখা ও গোয়ালচামট শাখার সকল শিক্ষক মন্ডলি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এই ক্যাম্পাস টি নিয়ে স্কুলটির মোট ৪ টি ক্যাম্পাস চালু হলো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।