oplus_0
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ কুয়াশায় আবারও দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথে শুক্রবার রাত থেকে ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় ৯ ঘন্টা বন্ধের পর আজ শনিবার সকাল পৌনে ৮টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চালু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের চালকসহ যাত্রী সাধারণ।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি দুই নৌপথের মাঝ নদীতে কুয়াশার কবলে আটকা পড়ে। ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন এই পথ পরিহার করে বিকল্প হিসেবে পদ্মাসেতু দিয়ে ঘুরে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে ফেরি মাষ্টাররা সামান্য দূরের কিছুই দেখতে পাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে ঘাট ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঝ নদীতে কুয়াশার কবলে দিক হারিয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুকি এড়াতে ফেরিটি মাঝ নদীতেই নোঙরে থাকতে বাধ্য হয়।
এসময় দৌলতদিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ রহুল আমিন, বাইগার, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং হাসনা হেনা নামক চারটি ফেরি নোঙর করে থাকে। একইভাবে পাটুরিয়া ঘাটে ভাষা শহীদ বরকত, কেরামত আলী, শাহ পরান, ভাষা সৈনিক গোলাম মাওলা, বনলতা, ফরিদপুর এবং গৌরী নামক সাতটি ফেরি নোঙর করে থাকে। এরমধ্যে কয়েকটি যানবাহন বোঝাই করে ঘাট ছাড়ার অপেক্ষা করতে থাকে। আর কিছু যানবাহন আনলোড করার অপেক্ষা করতে থাকে। প্রায় ৯ ঘন্টা পর শনিবার সকাল ৭টা ৪৫মিনিটের দিকে নদী অববাহিকায় কুয়াশা কিছুটা কমতে থাকলে কর্তৃপক্ষ ফেরি চালু করার নির্দেশ দেন। এরপর মাঝ নদীতে থাকা ফেরিটি ঘাটে পৌছলে ঘাট থেকে অন্যান্য ফেরিগুলো ছাড়তে শুরু করে।
ঢাকাগামী জামান পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, কুয়াশায় শুক্রবার রাতে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট পরিহার করে পদ্মাসেতু দিয়ে পরিবহন পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শনিবার সকালের সবকটি পরিবহন বিকল্প হিসেবে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যায়। এরপর রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহন নদী পাড়ি দিতে এসে ঘাটে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি জানায়, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট আরেক নৌপথেও শুক্রবার রাত ১১টার পর ভারী কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে দৃষ্টি সীমার বাইরে গেলে দুর্ঘটনা এড়াতে ১১টা ৩০মিনিট থেকে এই নৌপথে ফেরি বন্ধ করে দেয়। এর আগে ঘাট ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী ও কেটাইপ ফেরি কিষাণী মাঝ নদীতে আটকা পড়ে। এসময় আরিচা ঘাটে শাহ আলী, চিত্রা ও কাজিরহাট ঘাটে ধানসিড়ি নামক ফেরি ঘাটে নোঙর করে থাকে। প্রায় পৌনে ৯ ঘন্টা পর শনিবার সকাল ৭টা ৪০মিনিট থেকে কুয়াশা কম দেখে ফেরি চালু হয়। এসময় উভয় ঘাটে বেশকিছু যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করতে থাকে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মৌসুমের শুরু থেকে পদ্মা এবং যমুনা নদী অববাহিকায় কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা এবং যমুনা নদীর কাজিরহাট নৌপথে ফেরিসহ নৌযান চলতে হচ্ছে সতর্কতার সাথে। ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় যানবাহন পারাপারও ব্যাহত হচ্ছে।