নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদ্য বিদায়ী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আব্দুর রহমান মন্ডল দৌলতদিয়া বেপারী পাড়ার মৃত ফজের আলী মন্ডলের ছেলে। সে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি। সম্প্রতি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্ধারিত মেয়াদপূর্ণ হওয়ায় নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাকে খর্ব করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র জনতার চলমান আন্দোলনে হামলার অভিযোগে গত ১০ ডিসেম্বর থানায় শরিফুল ইসলাম নামের একজন মামলা (নং-১০) দায়ের করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামী ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি বাড়িতে অবস্থান করছেন মর্মে পুলিশ জানতে পারেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন দৌলতদিয়ার নিজ বাড়ি থেকে আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহান শেখ ওরফে শাহজাহান মেম্বারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামী আ.লীগ নেতা, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। মামলার আসামী হওয়া সত্ত্বেও মামলার বাদীর বাবাকে হত্যার হুমকি দিয়েছেন বলে বাদীর পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রহমানকে মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
এর আগে ওই মামলার এজাহারভুক্ত ৬নম্বর আসামী গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
এদিকে গ্রেপ্তার হওয়া দুই নেতার পরিবার ও তাঁদের স্বজনদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তাদের এই মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।