নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর এক বোয়াল মাছ বিক্রি হয়েছে অর্ধলক্ষ টাকায়। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে বোয়ালটি পাওয়া যায়। পাবনার ঢালার চর এলাকার জেলে কালাম সরদারের হাজারী বরশিতে ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট বাজারে বিক্রির জন্য স্থানীয় আড়তদার কেছমত মোল্লার ঘরে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা প্রায় অর্ধলক্ষ টাকায় কিনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরা প্রতিদিন মাছ শিকার করছেন। কিন্তু জালে মাছের দেখা তেমন না মেলায় অনেকে হাজারি বরশি দিয়ে মাছ শিকার করছেন। পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জেলেরা জাল ফেলার পাশাপাশি অনেকে হাজারি বরশি দিয়ে মাছ শিকার করছেন। রোববার রাতে পাবনার ঢালার চর এলাকার জেলে কালাম সরদারও পদ্মা নদীতে হাজারি বরশি ফেলেন। আগের দিন রাতে পাতা হাজারি বরশি সকাল সাতটার দিকে গোটানোর সময় দেখতে পান বরশিতে বড় আকারের এক বোয়াল মাছ। খুশিতে আত্মহারা জেলে কালাম সরদার ও তার লোকজন দ্রুত বরশি গুটিয়ে অন্যান্য মাছের সঙ্গে বোয়ালটিও নিয়ে আসেন বিক্রি করতে। দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার কেছমত মোল্লার ঘরে বোয়ালটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনেন।
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, সকালে পদ্মা নদীর বড় বোয়াল মাছ পাওয়ার খবর পেয়ে জেলে কালাম সরদার ওরফে কালাম হালদারের সাথে যোগাযোগ করতে থাকি। পরে তার মহাজন কেছমত মোল্লার ঘরে আনার পর ওজন দিয়ে দেখি ১৭ কেজি ৫০০ গ্রাম হয়েছে। বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দর হিসেবে ৪৯ হাজার ৮০০ টাকায় কিনেন।
তিনি বলেন, বোয়ালটি কিনে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখি। বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। ঢাকার পরিচিত এক বড় ব্যবসায়ীকে জানালে তিনি মুঠোফোনে ভিডিও কলে বোয়ালটি দেখার পর পছন্দ করেন। দুপুরে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে তাঁর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। ইতিমধ্যে বোয়াল মাছটি ঢাকার ওই ব্যক্তির কাছে পরিবহনের মাধ্যমে পাঠানো হয়েছে। চান্দু মোল্লার ভাষ্য মতে এই মৌসুমে এতবড় বোয়াল মাছ এর আগে পাওয়া যায়নি বা বিক্রিও হয়নি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।