নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে মো. আজাদ শেখ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত গভীররাতে সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে রাজাপুর গ্রামের মো. আফসার শেখ এর ছেলে। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত আজাদ শেখ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আজাদ শেখ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের আজাদ শেখ এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করাসহ আজাদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার রাতেই তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।