নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের সংষ্কার কাজ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহি বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় পৌনে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহত শ্রমিকরা হলেন সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গাবাজার হোমেশপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী ও সদর উপজেলার পশ্চিম ভবদিয়া গ্রামের ভ্যান চালক আবুল শেখ (৫০)। এদের মধ্যে মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর মোল্লা আর ভ্যান চালক আবুল শেখকে মমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যান। এছাড়া আহত অপর চারজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
আহত শ্রমিক ইউসুফ মোল্লা বলেন, রাজমিস্ত্রি নায়েব আলী ওরফে নবু খার নেতৃত্বে তারা কাজ সরকারি রাস্তায় কাজ করছেন। সদর উপজেলার খানখানাপুর এলাকায় কাজ শেষে সন্ধ্যার পর আবুল শেখের ভ্যানে তারা একত্রে ছয়জন বাড়ি ফিরছিলেন। তাঁদের বহনকারী ভ্যানটি গোয়ালন্দের উজানচর নবুওছিমদ্দিন পাড়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মসজিদের সামনে পৌছে। তাদের সামনে থাকা সিএনজি সরে যাওয়ামাত্র বিপরিত দিক দৌলতদিয়া ঘাট থেকে আসা সাদা রঙের দ্রুতগামি বাস তাদের ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে তারা সবাই ছিটকে মহাসড়কের বিভিন্ন স্থানে পড়লে জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
সরেজমিন দেখা যায়, মহাসড়কে দুর্ঘটনাস্থলের দুই পাশে যানবাহনের দীর্ঘ লম্বা লাইন। যাত্রীবাহি বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে আছে। গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে যান চলাচলের ব্যবস্থা করছেন। দুর্ঘটনাস্থলে শ্রমিকদের বহনকারী ভ্যানটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। পাশে পড়ে আছে তাদের পোশাক ও খাবারের বাটি।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) শিহাব আহম্মেদ বলেন, সংবাদ পাওয়া মাত্র স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে আসা দ্রুতগামি যাত্রীবাহি বাসের ধাক্কায় ভ্যান যাত্রী শ্রমিক জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত ভ্যান চালক আবুল শেখসহ দুইজনকে ফরিদপুর পাঠানো হলে আজ সকালে আবুল শেখ মারা যান। আমরা ঘাতক বাসটি আটকের চেষ্টা করছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুরতাল শেষে বিনা ময়নাতদন্তে মঙ্গলবার রাতেই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।