মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে দুই কেজি গাঁজা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর প্রাগপুর থানার পাকুড়িয়া গ্রামের মো. বাবুল মোল্লার ছেলে মোঃ আকরাম হোসেন বিজয়(৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর হযরত এর দোকানের সামনে থেকে যাত্রীবেশে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আকরাম হোসেন বিজয় নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।