ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্ত্বর হয়ে প্রেসক্লাব চত্ত্বর ঘুরে পুনরায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ কৃষকদল রাজবাড়ী জেলা শাখা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আয়ুবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, মানুষের কাতারে আসেন, মানুষের কাজ করেন। বাংলাদেশে ৫ তারিখ এসেছে মানুষের ভাগ্য বদলের জন্য, ফ্যাসিষ্টদের পুনর্বাসনের জন্য নয়। এই কথাটা দয়া করে আপনারা মনে রাখবেন। আমরা ৫ তারিখে শেখ হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখনো সেই ফ্যাসিষ্টদের আধিপত্যবাদী ভারতীয়দের উষ্কানীতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মসুলমান আমরা এক সাথে মিলে মিশে আছি, এইটা তাদের ভালো লাগেনা। এখানো তারা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটা করে তারা তাদের বৃত্তের মতো হাসিনা বা হাসিনা সরকারের মতো আরেকটা শাষক নিযুক্ত করতে চায়। এটা কোনদিন তাদের সেই স্বপ্ন পূরণ হবেনা। এটা কেউ মানবেও না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এছাড়া বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ কৃষক। তাই কৃষকদের সরকারিভাবে যেসব বরাদ্দ রয়েছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে বলেও বক্তব্যে তিনি বলেন।
তিনি আরো বলেন, বিগত ১৫টি বছর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায়না। কৃষি উৎপাদনের যেসব সামগ্রী তা চড়ামূল্যে বছর বছর দাম বৃদ্ধি করা হয়। সেই জন্য আমরা যদি আমাদের সরকার যদি আগামী দিনে সুযোগ পায় আমরা কৃষকদের জন্য ইউনিয়নে ইউনিয়নে শস্যক্রয় কেন্দ্র করবো। আমরা কমিটমেন্ট করেছি কৃষকদের জন্য আমরা সহজশর্তে কৃষি ঋনের ব্যবস্থা করবো।
এর আগে গৌরব আর ঐতিহ্যের ৪৪ বছর। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুর বারোটার দিকে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।