নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর বুধবার সকাল ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সকল নৌযান চালু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার পর এই রুটে ফেরি বন্ধ হয়ে যায়। তার আগে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফেরি ঘাটের অদুরে নোঙর করে। পাটুরিয়া ঘাটে ৬টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেনি নোঙর করে থাকে।
গুরুত্বপূর্ণ আরেক নৌপথ মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটেও প্রায় সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর বুধবার সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২.৪০ মিনিটের দিকে এই রুটে ফেরি বন্ধ হয়। তার আগে আরিচা থেকে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি এবং কাজিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী ও চিত্রা নামক তিনটি ফেরি নদীতে নোঙর করে। ফেরি বন্ধ হওয়ায় উভয় ঘাটে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবরের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, টানা দ্বিতীয় দিনের মতো কুয়াশায় গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার সকালে সোয়া তিন ঘন্টা বন্ধের পর মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়লে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যানবাহন লোড নিয়ে ছেড়ে আসা কেটাইপ (মাঝারী) ফেরি গোরী কিছুদূর এগোনের পর ভারি কুয়াশার কবলে পড়লে দুর্ঘটনা এড়াতে নোঙর করে।
পাটুরিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাষা শহীদ বরকত, কেটাইপ ফেরি বাইগার ও ইউটিলিটি (ছোট) বনলতা নোঙর করে। দৌলতদিয়ায় শাহ পরান, ভাষা সৈনিক গোলাম মাওলা, কুমিল্লা ও ফেরি হাসনা হেনা নোঙর করতে বাধ্য হয়। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে আসা ঢাকাগামী বেশ কিছু গাড়ি নদী পাড়ি দিতে ঘাটে অপেক্ষা করে।
দৌলতদিয়ায় কর্তব্যরত রাজবাড়ীর সৌহার্দ্য ও জামান পরিবহনের ঘাট তত্বাবধায়ক মনির হোসেন বলেন, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বরিশাল অঞ্চলের যেসব ঢাকাগামী গাড়ি রাত ১২টার পর ঘাটে পৌছে সেসব গাড়ি নদী পাড়ি দিতে না পারায় আটকে আছে। বুধবার সকালে যেসব যাত্রীবাহি বাস সকাল ৯টা বা ১০টার মধ্যে ঢাকা পৌছানোর কথা সেসব পরিবহনও আটকে আছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
অপরদিকে নৌপথ আরিচা-কাজিরহাট রুটেও মঙ্গলবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টা থেকে কুয়াশার কারনে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি ধানসিঁড়ি এবং কাজিরহাট থেকে আরিচার উদ্দেশ্যে ছেড়ে আসা রো রো ফেরি শাহ আলী ও কেটাইপ ফেরি চিত্রা নদীতে নোঙর করে আছে। আরিচা ঘাট এলাকায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান নামক ফেরি নোঙর করে আছে। এ দুটি ঘাটেও নদী পাড়ি দিতে কিছু পণ্যবাহী যানবাহন অপেক্ষমান আছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুইদিন ধরে কুয়াশার কারনে দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজও কুয়াশার কারনে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এবং তার কিছুক্ষণ আগে পৌনে ৯টার দিকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশায় এই মৌসুমে আরো তিনদিন ফেরি চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী, যানবাহন চালক ও ফেরি ষ্টাফদের বাড়তি দুর্ভোগের শিকার হতে হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।