মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় জহিরুল ইসলামের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকার মোছা. বিউটি বেগমের (৪৪) পুকুরে পুকুরে মাছ নিধনের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষি বিউটি বেগম গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি। তিনি স্থানীর সিরাজুল ইসলামের স্ত্রী।
বিউটি বেগম বলেন, জহিরুল আমার প্রতিবেশী। তার বাড়ী ও আমার বাড়ী পাশাপাশি। জহিরুলের সাথে আমার পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসিতেছে। আমার বসত বাড়ীর পূর্ব পাশে ২০শতাংশ জমির উপরে আমার একটি পুকুর আছে। সেই পুকুরে আমি দীর্ঘদিন যাবৎ মাছ চাষাবাদ করে আসছি। ২৪ নভেম্বর বেলা দেড়টার দিকে আমার বসত বাড়ীর সামনে রাস্তার উপর জহিরুলের সাথে আমার তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি শুরু হয়। তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যে, এবার তোর পুকুরের মাছ খাওয়ার সাধ মেটাইয়া দিব। তারপর সে ওখান থেকে চলে যায়। পরে গত ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ৭টার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তখন আমি বুঝতে পারি জহিরুল রাতে আমার পুকুরে কীটনাশক (বিষ) প্রয়োগ করার কারনে মাছ মরে গেছে। বিষ প্রয়োগের কারনে আমার পুকুরের প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে গেছে।
এ বিষয়ে জহিরুল ইসলাম মুঠোফোনে জানান, আমি এলাকায় থাকি না। আমি তার পুকুরের মাছ কেনো মাড়তে যাবো৷ বিউটি বেগম আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানিনা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।