
রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া বাজার শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উম্মোচন করা হয়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধুর এ ম্যুরালটি উম্মোচিত করা হয়।
দৌলতদিয়া ঘাট শহীদ মিনার চত্বরে আয়োজিত বঙ্গবন্ধুর ম্যুরাল উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি হাসান ইমাম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল বাশার মিয়া,
গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আব্দুর রশিদ ফকীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আমজাদ মন্ডল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমূখ।