হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ৩১ দফা সম্বলিত লিফলেট তিনি বিতরণ করেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে ছাত্রদল। গত সাড়ে তিন মাসে ছাত্রদলের অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া আরো পাঁচ শতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) করা হয়েছে। শুধু বহিস্কার করেই ছাত্রদলে থেমে থাকেনি তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করার ব্যবস্থাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গনে ৩১ দফা সম্বলিত লিফটে বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেতা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, গোলাম মোস্তফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক মো. রুবেল মন্ডল ও বিভিন্ন ইউনিটের প্রধানসহ নেতাকর্মী।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।