
রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৬ টি মামলার আসামী ও চিন্থিত সন্ত্রাসী আইয়ুব মল্লিক (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আইয়ুব মল্লিক পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকার দিয়ানত মল্লিকের ছেলে। বুধবার দিবাগত রাত দেড়টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে আমরা জানতে পারি ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তি অভিযান চালিয়ে সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকা থেকে আইয়ুব মল্লিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব মল্লিকের বিরুদ্ধে পূর্বের পাচটি মামলা আছে। আর অস্ত্র আইনে আরো একটি মামলা দেওয়ার পর তাকে আদালতে প্রেরন করা হয়েছে।