
রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার দিবাগত মধ্যরাতের দিকে সজিবুল ইসলাম (১৮) নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে গুরুতর জখম করেছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সিরাজুল ইসলাম সরদারের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয়দের ধারণা ইমামকে হত্যার উদ্দেশ্যেই এক দুর্বৃত্ত হামলা চালায়। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া আঞ্জুমান কাদরিয়া জামে মসজিদে দেখা যায়, মসজিদের পাশে টিনের ছাপড়া ঘরে ঘুমাতেন ইমাম সজিবুল ইসলাম। তার ঘরে খাট ও বিছানাসহ ফ্লোরে রক্ত ও মাথার কিছু চুল পড়ে আছে। এছাড়া পাশের আরেকটি বিছানায় নামাজের জায়নামাজসহ টিনের বেড়ার সাথে রক্ত লেগে আছে। চারপাশের পরিবেশ দেখে বোঝা যায়, সে দুর্বৃত্তদের হাত থেকে বাচার জন্য অনেক ধস্তাধস্তি করছিলেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান শেখ জানান, রোববার (১৫ মার্চ) দিবাগত মধ্যরাত পৌনে তিনটার দিকে সজিবুল ফোন করে চিৎকার দিয়ে বাচার আকুতি জানায়। ফোন পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে দেখি এলাকার কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় তুলে দিচ্ছে। দ্রæত ওই অটোরিক্সায় তার সাথে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মসজিদ সংলগ্ন বাড়ি দারোগ আলী সরদার বলেন, মসজিদের ইমাম সজিবুল ইসলাম রাত আড়াইটার দিকে প্রথমে তাকে ফোন করেন। তার বাড়ি থেকে ইমামের থাকার ঘরের দূরত্ব মাত্র ৩০ গজের মতো জবে। ফোন পেয়ে দ্রুত বের হয়ে তার ঘরের কাছে আসতেই দেখি সে রক্তাত্ব জখম অবস্থায় মাথায় কাপড় পেচিয়ে বসে আছে। এমন সে জানায়, আমাকে এক ব্যক্তি ঘরের দরজা খুলতে বলে।
দরজা খোলামাত্র তার ওপর ধারালো দা দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। তার মাথা, কপাল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১০-১২টি কোপ লাগে। পরে ওই অবস্থায় ঘর থেকে বের হয়ে দৌড় দিলে দুর্বৃত্ত পালিয়ে যায়। এসময় রাকিব শেখ নামের তাদের বাড়ির প্রতিবেশী এক তরুণকে চিনতে পেরেছেন বলে জানান। তার সাথে আরো কেউ ছিল কি না বলতে পারেননি।
সজিবুলের বাড়িতে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন বাড়ি ভর্তি খোঁজ খবর নিতে এসেছে। এসময় বাড়িতে শুধুমাত্র সপ্তম শ্রেণীর স্কুল পড়–য়া ছোট বোন রিংকি রয়েছে। বাবা ও মা সবাই সজিবুলের সাথে রয়েছে।
রিংকি জানায়, কয়েক মাস আগেও প্রতিবেশী রাকিবরা আমাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসায় আগুন ঘরে লাগেনি। কি কারণে বা কারা সজিবুলকে হত্যা করতে চাই এ কথা কেউ বলতে পারেনা।
সজিবুলের বাবা সিরাজ সরদার বলেন, প্রতিবেশী কুদ্দুস শেখ এর ছেলে রাকিব শেখ এর সাথে তার ব্যক্তিগত কোন বিরোধ আছে কি না জানানেই। সজিবকে হত্যার উদ্দেশ্যে গভীররাতে ধারালো দা দিয়ে রাকিব হামলা চালায়। তার সাথে আরো কেউ ছিল কি না জানা নেই।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।