শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শনিবার বিকেলে মতবিনিময় করেছে রাজবাড়ী সদর উপজেলা বিএনপি। সভায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করা হয়।
সেই সাথে দলের পক্ষ হতে উপজেলার সকল পূজা মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ হতে সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা দেয়ার ঘোষনা দেয়া হয়।পূজার আগে এ ধরনের আয়োজন করায় হিন্দু নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সভায় জেলা বিএনপির পক্ষ হতে উপজেলার পূজা মন্ডপগুলোর জন্য এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
সভায় বলা হয় দেশে কোন সংখ্যালঘু নেই। এই শব্দটি পতিত আওয়ামী লীগের সৃষ্টি। সংখ্যালঘু শব্দটিকে বিএনপি জাদুঘরে পাঠকতে চায়। আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই সবার সুখে-দুঃখে পাশে থাকি। এটা আমাদের দেশের ধর্মীয় সম্প্রতির অন্যতম নিদর্শন। তবে দুষ্কৃতকারীরা দুর্গাপূজাকে কেন্দ্র করে অরাজকতা করতে পারে।এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী।
বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত কুমার নন্দী,সহ-সভাপতি কাত্তিক চন্দ্র মন্ডল সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।