ইমরান মনিম, রাজবাড়ীঃ "১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার" এই স্লোগানে রাজবাড়ীতে সরকারী প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে। ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাক্ষান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেন।এসময় তারা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন প্রধান উপদেষ্টা বরাবর।
শনিবার সকাল এগারোটায় রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশগ্রহন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে সহকারী শিক্ষক মো. রুবেল মন্ডলের সঞ্চালনায় বক্তৃতা করেন সমন্বয়ক ও সহকারী শিক্ষক আঞ্জুমান আরা বেগম, রাশেদুল ইসলাম টুকু, নজরুল ইসলাম, আব্দুর রহমান, আসিফ বিশ্বাস, শহিদুজ্জামান, খায়রুল ইসলাম, আফরোজা মিথুন সহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আমরা এখন আর পিয়নের চাকরি করতে চাই না। আমাদের একটাই দাবি সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা শ্রেণি কক্ষে ফিরে যাবো না বলে জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।