মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আঞ্জুমানে-ই-কাদেরীয়ার দৌলতদিয়া খানকা শরীফ ও গোয়ালন্দ কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের আয়োজনে পৃথক আনন্দ মিছিল বের করেছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সকাল ১০টা ১১ মিনিটে গোয়ালন্দ কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের উদ্যোগে আরেকটি বিশাল মহা আনন্দ মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে ইমামবাড়া শরীফে এসে শেষ হয়। পৃথক দুটি মিছিলে আঞ্জুমান-ই-কাদেরিয়ার কয়েক হাজার ভক্ত মুরিদান অংশ নেন।
দৌলতদিয়া খানকা শরীফের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন, আঞ্জুমান-ই কাদেরীয়া দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক প্রমূখ।
গোয়ালন্দ কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি মাহাজুস আলী চেধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, ইমামবাড়া শরীফের প্রতিষ্ঠাতা প্রয়াত ইদ্রিস আলী শেখ এর জামাতা আবু সায়েম খান সহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন। মহা আনন্দ মিছিল শেষে ভক্ত মুরিদানরা দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।