নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। রোববার বালিয়াকান্দির জামালপুর ডিগ্রী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের শিক্ষার্থী সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, বালিয়াকান্দি থেকে এসে জামালপুর ডিগ্রী কলেজে প্রভাব বিস্তারের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছেন বিএনপি নেতা মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা। এতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা আতঙ্কে রয়েছেন। যে কারণে আজ আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের দাবি, জামালপুর ডিগ্রী কলেজে কোন বহিরাগত লোক নয় জামালপুরের স্থানীয় কাউকে কলেজ পরিচালনা কমিটির সদস্য নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বালিয়াকান্দি জামালপুর ডিগ্রী কলেজে পরিচালনা কমিটির সদস্য হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয় (ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে। গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা কলেজ শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে ওই কলেজের অধ্যক্ষকে অভিভাবক হিসাবে নিজের নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেন। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।
জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টির বিষয় তিনি এড়িয়ে যান।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান বলেন, এর আগে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কলেজ পরিচালনায় আহবায়ক কমিটির সভাপতি হিসেবে স্থানীয় তিনজনের নাম পাঠানোর কথা বলা হয়েছে। এই নামের তালিকা নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। আজ রোববার এ নিয়ে আন্দোলনের বিষয়ে আমার জানা নেই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।