
অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী রিটা উইলসন এর পর এবার করোনায় আক্রান্ত হলেন ‘জেমস বন্ড’ খ্যাত ইউক্রেন অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে রোববার (১৫ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা সবাইকে জানান দেন ‘কোয়ান্টাম অফ সোলেস’-এর এই বন্ডগার্ল। ঐ পোস্টে ইউক্রেনের এই অভিনেত্রী লেখেন, শ’রীরে দুর্বলতা ও জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। একসপ্তাহ ধরে আমি অসুস্থ। করোনা সংক্রামণের পর থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। সবাইকে বলছি, অবশ্যই নিজের প্রতি যত্ন নিবেন।’
২০১৩ সালে টম ক্রুজের সঙ্গে সাইন্স-ফিকশনধর্মী ‘অবলিভিয়ন’ ছবিতে অভিনয় করেও নজর কেড়েছিলেন তিনি। এছাড়া ‘সাইকোপ্যাথস’, ‘হিটম্যান’, ‘ল্যান্ড অব অবলিভিয়ন’, ‘টু দ্য ওয়ান্ডার’ ও ‘দ্য ওয়াটার ডিভাইনার’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন এই উদীয়মান হলিউড অভিনেত্রী। সম্প্রতি ‘দ্য ডেথ অব স্ট্যালিন’ ও ‘দ্য ম্যান হু কিলড ডন কুইকজোট’ ছবিতে অভিনয় করেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।