নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আয়শা আলী নেওয়াজ (৬২) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার বিকেলে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন)। তিনি চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট সংলগ্ন হুকুম মাতুব্বর পাড়ার বাসিন্দা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৩ নম্বর ওয়ার্ড সদস্য আলী নেওয়াজ মোল্লার স্ত্রী।
মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ সোমবার বিকেলে স্থানীয় চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবর্গসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।