June 8, 2023, 1:47 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

করোনা নিয়ে আবেগঘন বার্তা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২০
  • 136 Time View
শেয়ার করুনঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। বিশ্বের প্রতিটি সেক্টরে করোনার প্রভাব লক্ষ করা গেছে। বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব বিস্তার করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টগুলোও অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর ইউরোপের প্রধান খেলা ফুটবলে যার প্রভাব পড়েছে সব থেকে বেশী। একে একে লিগগুলোকে বন্ধ করা হয়েছে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান, ইতালিয়ান সেরি-আ এমন কি উয়েফা চ্যাম্পিয়নস লিগও স্থগিত করা হয়েছে।

জুভেন্টাসের ডিফেন্ডার রুগানি, আর্সেনাল কোচ মাইকেল আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তাই বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের প্রতি সমবেদনা আর সংহতি জানালেন পর্তুগাল অধিনায়ক ও বিশ্ব ফুটবলের সবথেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি এ পরিস্থিতি সামলানোর জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ সবাইকে মানার অনুরোধ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এ কিংবদন্তী লেখেন, ‘বিশ্ব এখন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাদের সবার সেদিকে নজর দেওয়া দরকার। একজন ফুটবলার হিসেবে নয়, একজন ছেলে, বাবা, আর মানুষ হিসেবে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যা ঘটছে তাতে আমিও উদ্বিগ্ন। আমরা কীভাবে এই পরিস্থিতি সামলিয়ে উঠবো সেটার জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ আমাদের সবাইকে মানতে হবে। সবকিছুর ওপরে বেঁচে থাকাই আসল।’
পরিবার নিয়ে বর্তমানে পর্তুগালের মাদেইরার নিজ বাড়িতে দিন কাটাচ্ছেন রোনালদো। করোনায় স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সহানুভূতি জানিয়ে রোনালদো লেখেন, ‘যারা কাছের কাউকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা, আর আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের প্রতি সংহতি জানাই। আর যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে বাঁচাচ্ছেন তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102