নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননা ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম বাকাউল, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সভাপতি মাকসুদুর রহমান শাওন, সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ূব আলী খান, জেলা যুব মহিলালীগের যুগ্ন- সাধারণ সম্পাদক তামান্না নাজনীন রেশমী, মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবির, আসাদুজ্জামান চাদ, আবুল কালাম প্রমুখ।
বক্তারা আদালতের কোন মামলা নিয়ে কোন কথা বলা ঠিকনা। এইদেশে কোটা থাকতে হবে। ৯০ ভাগ মানুষ ছিলো মুক্তিযোদ্ধা, তাই তাদের সন্তানদের জন্য হলেও কোটা রাখতে হবে। যারা রাজাকার নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।