নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর স্টেশন বাজার মসজিদ ও রেলওয়ে স্টেশনের পাশে ঘনবসতি এলাকায় অবৈধভাবে মুরগির খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় কাজী মাইনুল হক ওরফে মাইনদ্দিন কাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে দুর্গন্ধে আশপাশের বসতি, রেলওয়ে স্টেশনে আসা যাত্রী সাধারণ, বাজার ও পাশের মসজিদের মুসল্লিরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া ও বসন্তপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মো. আইয়ুব আলী ফকির।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত এক সপ্তাহ আগে জনৈক কাজী মাইনুল হক ওরফে মাইনদ্দিন কাজী নামে এক ব্যক্তি বসন্তপুর স্টেশন বাজারে বসন্তপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এবং রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাত্র ১০ গজ দূরে রেলওয়ের জমিতে ৫ শতাধিক সোনালী মুরগির খামার করেন। এ নিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে তিনি মুরগির খামার গড়ে তুলেছেন। উক্ত খামারের মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ ছড়ানোর কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। মুরগির বিষ্ঠার দুর্গন্ধে বাজারের ব্যবসায়ীরা, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করা ট্রেনের যাত্রীরা ও সাধারণ পথচারীরা সীমাহীন দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যহানির আশঙ্কায় ভুগছেন। জনদুর্ভোগের বিষয় বিবেচনা করে অবৈধভাবে গড়ে তোলা মুরগির খামারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানানো হয়েছে।
বসন্তপুর স্টেশন বাজার কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মাইনদ্দিন কাজীর মুরগির খামারের দুর্গন্ধে বাজারের ব্যবসয়ীরা অতিষ্ঠ হয়ে আমার কাছেও অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ এ খামারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করা কয়েকজন যাত্রী বলেন, এই মুরগির খামারের দুর্গন্ধে প্ল্যাটফর্মে দাঁড়ানো যায়না। দম বন্ধ হয়ে বমি আসে। এই খামার দ্রুত বন্ধ করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. রবিউল আলম বলেন, 'বসন্তপুর রেলওয়ে স্টেশনের পাশে ঘনবসতি এলাকায় অবৈধভাবে মুরগির খামার গড়ে তোলার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।