নিজস্ব প্র্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলমের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নওয়াব আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা প্রমূখ।
ঘন্টাব্যাপি বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে চরনারায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় আলাদীপুর আরসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে লক্ষীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়।পরে বিজয়ীদের মাঝে মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।